কুষ্টিয়ার দৌলতপুরে ভন্ডপীরের আস্তানায় রাশেদ নামে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কল্যাণপুর গ্রামে। রাশেদ (30) ঐ আস্তানার পীরের মুরীদ ছিলো। ঘটনাটিকে কেন্দ্র করে পীরসহ পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিহত রাশেদ উপজেলার হরিণগাছি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
একাধিক সূত্র জানায়, রাশেদ উপজেলার কল্যাণপুরের তছের উদ্দিনের আস্তানায় খাদেম হিসাবে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছিল। মোবাইল চুরির অপবাদ দিয়ে রবিবার সকালে তছের ফকিরের অন্য ভক্তরা রাশেদকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে বিকালে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এ ঘটনায় নিহতের পিতা আব্দুর রাজ্জাক বাদী হয়ে মামলা করেন।