কুষ্টিয়ার খোকসা সরকারী কলেজের অধ্যক্ষকে অবসর জনিত বিদায়ী সংবর্ধনা
ইস্তেকবাল চয়ন: কুষ্টিয়ার খোকসা সরকারী কলেজের অধ্যক্ষ মুহম্মদ আনিস উজ জামান এর অবসর জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০ ঘটিকায় কলেজ অডিটোরিয়াম এ কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা অধ্যক্ষের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।
বক্তারা অধ্যক্ষকে বাতিঘর বলে উল্লেখ করেন।তারা বলেন তিনি ছিলেন আমাদের যোগ্য অভিভাবক। তিনি শুধু বাতিঘরই ছিলেন না ছিলেন জানালা। যে জানালা দিয়ে যেমন বাইরে দেখা যেত তেমনি বাইরে থেকে ভিতর দেখা যেত। তার দক্ষ পরিচালনা এবং নেতৃত্বের কারনে আজ কলেজ সরকারি হয়েছে। কলেজের প্রতিটি ইট, কাঠ, পাথরে তিনি আজীবন সরব হয়ে থাকবেন। অধ্যক্ষের বিদায়ী বক্তব্যে অশ্রু সজল চোখে তিনি সকলের কাছে দোয়া চান। সবার মঙ্গল কামনা করেন।
তিনি বলেন, এই কলেজ আমার কাছে সন্তানের মত। কলেজের বাংলা বিভাগের প্রভাষক মিতা রফিক ও ইংরেজি বিভাগের প্রভাষক আশরাফুন্নাহার তানিয়ার পরিচালনায় অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন ধোকড়াকোল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন মনি, গোপগ্রাম ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: আবু সাঈদ, আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাকিবুল ইসলাম, রমানাথপুর স্কুল এ্যান্ড কলেজ এর অধ্যক্ষ গোলাম মোস্তফা, থানা ভারপ্রাপ্ত অফিসার সৈয়দ আশিকুর রহমান, কলেজের অধ্যাপক, প্রভাষক, ছাত্র ছাত্রী প্রমুখ।বিদায়ী অধ্যক্ষের সহধর্মীনি হিরুন্নাহার এর উপস্থিতিতে অনুষ্ঠানটি আরো আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
এর আগে স্যার কে ফুলেল শুভেচ্ছা দেয়া হয় এবং মানপত্র পাঠ করেন বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক কবি ওয়াজেদ বাঙালী। এছাড়া বিদায়ী অধ্যক্ষ মুহাম্মাদ আনিস উজ জামান তার স্থলাভিষিক্ত হিসেবে সরকারী বিধি মোতাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব অর্পণ করেন ইসলামী শিক্ষা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক জনাব বেলাল উদ্দিনকে । উল্লেখ্য যে, খোকসার কৃতি সন্তান, শিক্ষাবিদ, সমাজসেবক, দানবীর অধ্যক্ষ মুহম্মদ আনিস উজ জামান ২০০৫ সালের ৫ই মে খোকসা কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেন।