রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাৎসরিক আনন্দ ভ্রমণে কক্সবাজার গেলেন পাংশা প্রেসক্লাবের সদস্যরা মিঠাপুকুরে শাড়ী পেচিয়ে এক মহিলার আত্ম হত্যা পাংশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত মৃত্যুর আগে ওয়াশরুম থেকে কবি হেলাল হাফিজের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ অনন্তলোকের চিরন্তন সফরে কবি হেলাল হাফিজ পাংশায় পুলিশকে দেখে ফাঁকা গুলি ছুঁড়ে পালানো আসামী গ্রেফতার ক্ষমা চাইলেন মুফতি আমীর হামযা আশা জাগিয়ে রাখি পাংশায় আগুনে পুড়ে ছাই হলো ৪টি ঘর খোকসায় আ.লীগ নেতাদের ছাড়াতে বিএনপির হাইব্রীড নেতাদের তদবিরে জনমনে প্রশ্ন  খোকসায় আওয়ামীলীগ নেতা আটক, ছাড়িয়ে নিতে কৃষকদল নেতার তদবীর রাজবাড়ী জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত কবি রফিকুল্লাহ কালবী : সাক্ষাৎকার পাংশায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী, কেক কাটা ও আলোচনা সভা কেন্দ্রীয় কর্ম পরিষদ বৈঠকে আমীরে জামায়াত
বিশেষ ঘোষনা
বাংলাদেশ ভূমি ডটকম এ আপনাকে স্বাগতম। আপনার মূল্যবান সাহিত্য-কর্ম প্রকাশের জন্য বাংলাদেশ ভূমি’তে পাঠিয়ে দিন। এছাড়াও আপনার চারপাশের যে কোন খবর লিখে পাঠাতে পারেন আমাদের কাছে। আমরা বস্তুনিষ্ঠতা যাচাই করে তা প্রকাশ করবো। যোগাযোগ: খন্দকার জাহাঙ্গীর হুসাইন, মোবাইল-  ০১৭৫০৪৯৫৮২০ , ই-মেইল: bangladeshbhumi@gmail.com, এছাড়াও ভিজিট করতে পারেন বাংলাদেশ ভূমি/ @Bangladeshbhumi / খন্দকার জাহাঙ্গীর হুসাইন ইউটিউব চ্যানেলগুলি। এখন থেকে নিয়মিত বন্ধ্যান্ত, যৌন, পাইলস, নাকের পলিপাসসহ যাবতীয় রোগের চিকিৎসা করছেন: খ্যাতিমান হোমিও চিকিৎসক ডা. মো. জাহাঙ্গীর হুসাইন (ডি.এইচ.এম.এস; এম.এ) । খন্দকার হোমিও হল, মুসলিমপাড়া, হেমায়েতপুর, সাভার, ঢাকা। রোগী দেখার সময়: বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত।

কুষ্টিয়ার কুমারখালীতে হতে যাচ্ছে কবিদের মহাসম্মেলন

খন্দকার জাহাঙ্গীর হুসাইন / ৪২৪ জন পড়েছেন
আপডেটের সময় বুধবার, ১৭ নভেম্বর, ২০২১, ৩:১০ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে হতে যাচ্ছে কবিদের মহাসম্মেলন। ২০ নভেম্বর, শনিবার ঠিক সকাল ৯টায় পৌর শিশু পার্কে শতাধিক কবিদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এর নাম দেয়া হয়েছে ‘কবিতা উৎসব’।

‘ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো’ শিরোনামে এই কবিতা উৎসব উদ্বোধন করবেন, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

কুমারখালী কবিতা পরিষদের আয়োজনে এবং শহীদ গোলাম কিবরিয়া ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এ কবিতা উৎসব আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন, কুমারখালী পৌরসভার মেয়র মো: সামছুজ্জামান অরুন। সম্মানিত অতিথি থাকবেন, সাবেক সচিব কবি কাজী আখতার হোসেন, দৈনিক বাংলাদেশ বার্তা ও সাপ্তাহিক জাগরণীর সম্পাদক কবি আবদুর রশীদ চৌধুরী, গবেষক, নাট্যকার, সংগঠক লালিম হক, কবি শেখ রবিঊল হক, কবি লে. কর্ণেল (অব:)আসম শমসের, সাবেক সচিব কবি আলকামা সিদ্দিক, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির আধ্যাপক কবি, ভ্রামণিক কামরুল হাসান ও কবি শান্তা মারিয়া। এ অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করবেন, কবি সৈয়দ আবদুস সাদিক। স্বাগত বক্তব্য রাখবেন, কবিতা উৎসবের অন্যতম উদ্যোক্তা কবি লিটন আব্বাস।

কুমারখালীর সম্মিলিত শিল্পীবৃন্দের জাতীয় সংগীত পরিবেশনার সঙ্গে সঙ্গে উত্তোলন করা হবে জাতীয় পতাকা। সেই সঙ্গে উঠবে কুমারখালী কবিতা পরিষদের পতাকাও। এরপর অতিথিদের আসন গ্রহণের পর সভাপ্রধানকে উত্তরীয় ও স্মারক প্রদান করবেন সংসদ সদস্য। আর অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্যকে উত্তরীয় ও স্মারক প্রদান করবেন সভাপ্রধান কবি সৈয়দ আবদুস সাদিক। বিশেষ অতিথি ও সম্মানিত অতিথিদের উত্তরীয় ও স্মারক প্রদান করবেন সংসদ সদস্য ও সভাপ্রধান।

এর পরপরই আনুষ্ঠানিকভাবে কবিতা উৎসব উদ্বোধন ঘোষণা করবেন, প্রধান অতিথি সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

কুমারখালী

শেখ মিলনের কথা ও সুরে ‘আঁধারের পথ মাড়িয়ে আলোয় হাসি ছড়িয়ে…’ উদ্বোধনী সংগীত পরিবেশন করবেন, জিয়াউর রহমান মানিক, স্নেহা সরকার পুষ্প, সানজিদা হোসেন, তুষার আহমেদ রেজা ও কৌশিক আহমেদ চয়ন। তবলায় থাকবেন, লিটন কুমার সরকার ও শহিদুল ইকবাল মিন্টু। সহযোগিতায় থাকবে, কুমারখালী সঙ্গীত বিদ্যালয়, শীলন সাংস্কৃতিক সংগঠন, গড়াই কৃষ্টি সংঘ ও একুশে সাংস্কৃতিক সংগঠন।

সংস্কৃতির তীর্থভূমি কুষ্টিয়াকে নিয়ে কবি লিটন আব্বাসের রচনায় ‘রবির শহরে’ আবৃত্তি করবে, আনোয়ার কবির বকুল, মাসনুর এ মায়িশা, আতিক আহমেদ, শাকিলা দোলা ও শ্রাবণ দে রুদ্র। সহযোগিতায় থাকবে, আবৃত্তি সংগঠন চর্চাপদ, কুষ্টিয়া।

কবিতা পর্বের তত্ত্বাবধানে থাকবে- সিদ্দিক প্রামাণিক ও মেহেদী হাসান টিটু।

অনুষ্ঠান সঞ্চালনায় থাকবে, এসএম আব্দুর রহমান, মালা পাল, জিয়াউর রহমান মানিক, খন্দকার নূরা শিততাইন মিতু, সকাল আহমেদ, মেহেদী হাসান, রফিক আহমেদ, কিরন আকরামুল হক ও এসএম আফজাল হোসেন।

কবিতা উৎসবের লোগো ডিজাইন করেছেন, বিপ্লব চক্রবর্ত্তী। উত্তরীয় ও স্মারক তত্ত্বাবধানে এবিএম কাইসার রেজা পাসা, মাসুদ রানা, আবু জাফর খান, রাসেল মোশাররফ চৌধুরী, দীপু মালিক ও রেফুল করিম। বুক স্টল তত্ত্বাবধানে থাকবেন এসএম আফজাল হোসেন, কিরন আকরামুল হক, আব্দুর রহিম, আতিয়ার রহমান। আর সাজসজ্জায় থাকবে রেজা ডেকোরেশন।

মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নিবেদিত “জাতির পিতার জন্মদিন’ কবিকণ্ঠে পাঠ করবেন, কবি সোহেল আমিন বাবু। কুষ্টিয়ার মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ গোলাম কিবরিয়াকে নিয়ে নিবেদিত কবিতা পাঠ পর্বে- ‘স্মৃতিতে ভাস্বর শহীদ গোলাম কিবরিয়া’ কবিকণ্ঠে পাঠ করবেন- মীর মুর্ত্তজা আলী বাবু।

এই কবিতা উৎসবে কবিকণ্ঠে আবৃত্তি করবেন, শিশির কুমার রায়, রকিবুল হাসান, আব্দুর রশিদ চৌধুরী, কাজী আখতার হোসেন, শেখ রবিউল হক, বিপুল বিশ্বাস, সুলতানা বেগম দুলারী, হোসনে আরা, স্বপন সিদ্দিকী, শেখ মকসেদ আলী, সামছুল আলম খন্দকার, কিরন আকরামুল হক, মনিরুল ইসলাম মনি, পান্না বদরুল, কামরুন্নাহার, রফিকুর রশীদ, বিলু কবির, কনক চৌধুরী, সুমন মুস্তাফিজ, আক্তারুজ্জামান চিরূ, স্বপন কুমার রায়, সিদ্দিক প্রামানিক, পরিমল কুমার ঘোষ, তরিকুল ইসলাম তারিক, শরিফুজ্জাামান কুদ্দুস, মাহবুবা খন্দকার, মো: মনির উদ্দিন, ওয়াজেদ বাঙ্গালী, মিলন হাসান, এসএম আফজাল হোসেন, স্বপন কুমার রায়, বাবলু জোয়ারদার, মীর মুর্তজা আলী বাবু, শাহ আলম চুন্নু, শিশির কুমার রায়, রকিবুল হাসান, রজত হুদা, দীপু মাহমুদ, হাসিনা রহমান, ফারহানা হৃদয়িনী, সুলতানা রেবেকা নাসরিন, পাভেল ইমতিয়াজ, রুপা মাহমুদ, এম.ডি.আসাদ, এস.এম.আব্দুর রহমান, দীপু মাহমুদ, আহসান নবাব, স্বপন কুমার রায়, মাহমুদ হাফিজ, গুলশান চৌধুরী, আসমা আনসারী মীরু, নাহিদ ইমাম, আসমান আলী, নুর মহম্মদ রবিউল, জিয়াউর রহমান, শ্যামলী ইয়াসমিন, রনজক রিজভী, মো: আনছার হোসেন, রুহুল আজম, সৈয়দা হাবিবা, আবদুল্লাহ সাঈদ, হাসান টুটুল, শিরিন বানু, জেসমিন হোসেন মিনি, শেখ আখতার, মুরাদ জোয়ার্দ্দার, মনিরুল ইসলাম দোলা, ফয়সাল আহমেদ ডালিম, সহিদ শামীম, শিরীনা বিথী, মীর মুর্ত্তজা আলী বাবু, শাহ আলম চুন্নু, শৈবাল আদিত্য, হাসিম কিয়াম, রশিদুর রহমান, রাশেদুর রহমান রানা, আলম আরা জুঁই, মাহবুবা খন্দকার, আহসান নবাব, রহুল আযম, মো: জসিম উদ্দিন, জুবায়ের হাসান, পলাশ জিলাপিতলা, বিমল কুন্ডু, সোহেল আমিন বাবু, হাসিনা রহমান, নেহাল আনোয়ার, শাহিদা পারভিন, এমদাদ হাসনাইন, সারিয়া সুলতানা, ইমাম মেহেদী, দু:খু বাওলা, শেখ টিটু, শেখ মিলন, মো: আব্দুর রাজ্জাক, মো: আনোয়ারুল ইসলাম, মো: মেহেদী হাসান, আলম আরা জুঁই, সৈয়দা হাবিবা, কনক চৌধুরী, পাভেল ইমতিয়াজ, শঙ্কু শেখর চক্রবর্তী, হাসিবুল হাসান, মুনশী সাঈদ, তাজ উদ্দিন, কাজী আখতার হোসেন, শেখ রবিউল হক, মীর মুর্তজা আলী বাবু, শাহ আলম চুন্নু, শাহেদ রহমান, বিধান চন্দ্র রায়, কামরুল হাসান, আরিফুল হক কুমার, মাহমুদ হাফিজ, লে.কর্নেল আসম শমসের, তারিক উল ইসলাম, সরওয়ার মুর্শেদ রতন, দিলরুবা বেগম, বাবুল হোসেন পিযার, মনজুরুল ইসলাম কাজল, শাজাহান পারভেজ রনি, রনজক রিজভী, আব্দুস সালাম অন্তর, মান্নান মনি, ইসরাত জাহান, রাশেদ মোশারফ, সরওয়ার মুর্শেদ, তারিক উল ইসলাম, রফিকুর রশীদ, আরিফুল হক কুমার, আল কামা সিদ্দিকী, বাবলু জোয়ার্দ্দার, ফজলুল হক, আজিজুর রহমান, তুষার হমেদ রেজা, খালেক আজিজ, জিয়াউর রহমান মানিক, মাসুদ রানা, মিরাজুল ইসলাম, কাজী সাইফুল, রওশন জোয়ার্দ্দার এবং সৈয়দ আবদুস সাদিক।

 

.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর