কুমারখালীর কুখ্যাত মাদক বিক্রেতা শাহিনকে আটক করেছে পুলিশ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুখ্যাত মাদক সম্রাট শাহিনকে (৩৫) আটক করেছে পুলিশ। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কুমারখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের সেরকান্দি রেলগেট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
এসময় তাঁর কাছ থেকে ২০০ পিচ ইয়াবা, ১৭৫ পিচ ট্যাপেন্ডা ট্যাবলেট, নগদ ১৬ হাজার টাকাসহ দুইটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তি কুমারখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের সেরকান্দি রেলগেট এলাকার মৃত আবু বক্করের ছেলে। তাঁর বিরুদ্ধে কুমারখালীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ পরিদর্শক (এস আই) জসিম ও সহকারি উপ পরিদর্শক (এ এস আই) জুবায়ের সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার দুপুরে কুমারখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের সেরকান্দি রেলগেট এলাকায় অভিযান চালায়।
অভিযানে কুখ্যাত মাদক সম্রাট শাহিনকে আটক করা হয়েছে। এসময় তাঁর কাছ থেকে ২০০ পিচ ইয়াবা, ১৭৫ পিচ ট্যাপেন্ডা ট্যাবলেট, নগদ ১৬ হাজার টাকা, দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসংক্রান্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরো জানায়, মাদক সম্রাট শাহিনের বিরুদ্ধে কুমারখালী থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এতথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার আসামী ও মাদক সম্রাট শাহিনকে মাদক, নগদ টাকা, মোবাইল ফোনসহ আটক করা হয়েছে। এসংক্রান্ত মামলা থানায় প্রক্রিয়াধীন।
তিনি আরো বলেন, মাননীয় পুলিশ সুপারের নির্দেশনায় থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। কুমারখালীতে কোন মাদক ও মাদক ব্যবসায়ী থাকবে না।