কুমারখালী (কুষ্টিয়া): প্রায় ষাটোর্ধ বয়সী তিন সন্তানের জনক এক নরসুন্দরের বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ৩১ অক্টোবর রবিবার সকালের কোন এক সময় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের ছন্দাহ গ্রামে।
অভিযুক্ত ব্যাক্তির নাম মাধব প্রামানিক । সে ওই গ্রামেরই মৃত মুকুন্দ লালের ছেলে। মাধব প্রামাণিক পেশায় একজন নাপিত।
এলাকাবাসী জানায়, ওই ছাত্রীর মা-বাবা বাড়ীর বাইরে গেলে মাধব প্রামাণিক পানি পান করার মিথ্যা অজুহাতে বাড়ির ভেতরে প্রবেশ করে একা পেয়ে এই জঘন্য ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।
পরে ছাত্রীর মা বাড়িতে এলে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার সাংবাদিকদের বলেন, মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, এবং অভিযুক্ত ব্যক্তিতে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।এদিকে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় স্থানীয়রা ফুঁসে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে মাঠে আছে পুলিশ।