মাহমুদ শরীফ (১৮.০৫.২০২৪) কুষ্টিয়ার কুমারখালীতে স্ত্রীর বড় ভাইকে খুন করেছে ভগ্নিপতি। শনিবার সকালে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম মাঠে ধান কাটতে গেলে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এসময় আহত হয়েছে আরো ৪ জন। নিহত খালপাড়ার মৃত আকবর আলীর ছেলে ইউনুস আলী (৬০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ইউনুসের ছেলে হোসেন আলী প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে মামাতো বোনের সাথে। অপ্রাপ্তবয়স্ক হলেও দুই পরিবার তাদের বিয়ে দেয়। বিয়ের কিছুদিন পর থেকেই দুই পরিবারের মধ্যে সম্পর্কের অবনতি হয়।
হোসেনপুরে তীব্র গরমে শ্রেণিকক্ষেই ৩০ শিক্ষার্থী অসুস্থ।
শনিবার সকাল ৭টার দিকে ইউনুস আলী বেশ কয়েকজন শ্রমিককে নিয়ে ধান কাটতে গেলে ভগ্নিপতি মুক্তার হোসেন লোকজন নিয়ে এসে অতর্কিত হামলা চালিয়ে ইউনুসকে কুপিয়ে হত্যা করে। এসময় ইউনুস আলীকে ঠেকাতে গিয়ে তার ছেলে হোসেনসহ বেশ কয়েকজন আহত হলে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ইউনুস আলীর স্ত্রী মর্জিনা বেগম জানান, মুক্তারের মেয়ের সাথে তার ছেলে হোসেনের বিয়ের পর থেকেই অশান্তি চলছিলো। এক পর্যায়ে সংসার টেকানো সম্ভব না হলে শালিসে বৈঠকের মাধ্যমে দুই লাখ চল্লিশ হাজার টাকা ধার্য্য করা হয়। কিš‘ মুক্তার শালিসের সিদ্ধান্ত না মেনে সে তার দুই ছেলেসহ ১০/১২ জন মিলে ইউনুসকে হত্যা করেছে। তারা এই হত্যার বিচার দাবী করেন।
কুমারখালীর আবাদী ফসলের জমিতে স্থায়ী বাগান বাড়ছে
এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে একজন নিহত হয়েছে। জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে দুইজনকে। অপরাধীধের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।