স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে কুষ্টিয়ার কুমারখালীতে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ সোমবার বিনোদন রেস্টুরেন্ট এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল।
কুমারখালী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু। বিশেষ অতিথি ছিলেন কুমারখালী মথুরানাথ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আব্দুল মুত্তালিব মিয়া, মোঃ শহিদুল ইসলাম, কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, কবি ও ছড়াকার সোহেল আমিন বাবু, নাট্যকার লিটন আব্বাস, জে এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মকছেদ আলী, নন্দলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জনকল্যাণ সংস্থার চেয়ারম্যান জাকারিয়া খান জেমস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমারখালী বড় জামে মসজিদেও ইমাম মাওলানা শিক্ষক আব্দুল হালিম, কুমারখালী বনিক সমিতির সভাপতি কে এম আলম টমে, ইসলামী ফাউন্ডেশনের মোঃ হাসান আলী, ১০০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনসুর আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়াউর রহমান মানিক, সিএনজি সমিতির সাদ্দাম হোসেন, কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জিল্লুর রহমান মধু, কুমারখালী সরকারি কলেজের প্রভাষক রাসেল মোশাররফ চৌধুরী, কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরী, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খোন্দকার, সাংবাদিক এম এ ওহাব, কুমারখালী প্রেসক্লাবের সহ সভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান, কুমারখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তানভীর লিটন, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানা, বিশ্বাস চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ বিশ্বাস, একুশে সাংস্কৃতিক সংগঠনের তুষার আহমেদ রেজা, সমাজকর্মী পলাশ, সাব্বির হোসেন প্রমুখ।