কুমারখালীতে প্রকাশ্যে ভ্যানচালককে খুন, ঘাতক আটক
সাইফুর রহমান (কুষ্টিয়া): কুষ্টিয়ার কুমারখালীতে প্রকাশ্যে এক ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় এ হত্যাকান্ড ঘটে। এঘটনায় ঘাতক ওবাইদুর রহমান জুয়েলকে আটক করেছে পুলিশ।আটককৃত ব্যক্তি কুমারখালী পৌরসভার পৌরসভার ২ং ওয়ার্ডের রতনের ছেলে। নিহত ভ্যানচালের নাম জাহিদুল ইসলাম(25)।তিনি জেলার খোকসা উপজেলার সাতপাঁখিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বেলা ১১ টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানচালকের সাথে জুয়েলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জুয়েল তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে চালকের গলায় আঘাত করে। এতে চালক সড়কে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এতথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুদার বলেন, কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে ভ্যানচালককে হত্যা করা হয়েছে। ঘাতককে আটক করা হয়েছে।