কিশোরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন
আব্দুর রউফ ভূঁইয়া: স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৭ মার্চ) সকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।
পরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আসাদ উল্লাহ, গণতন্ত্রী পার্টির সভাপতি এ্যাড. ভ‚পেন্দ্র ভৌমিক দোলন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল প্রমুখ।