মন ভালো নেই
কামরুন্নাহার বর্ষা
________________
মন ভালো নেই তোমার ঐ পাড়ায়
একান্ত উইপোকার মতো উঁকি মেরে ,
তখন কড়া নেড়েছিল তোমার অন্তিম ভালোবাসা ।
আজ আকাশটা নীল বড্ড নীল
প্রকৃতি বৃষ্টির খেলায় মগ্ন ,
আর আমাকে তখন উঁকি মারে বিচ্ছেদের রেশটা ।
ভালোবাসার তো কমতি ছিল না কখনো
অথচ আজ তুমি আমি অনেক দূর বহুদূর ,
পুরোনো ভালোবাসারা খোঁচা মেরে উঠে এই ফাগুনে
মনের তাই আজ অনশন ,
মন ভালো নেই আমার মন ভালো নেই ।
এখনো মাঝে মাঝে দোটানায় পড়ে মন
গঙ্গার জলে শুদ্ধি করার চেষ্টায় অবিরত ,
তুমি মানো বা নাইবা মানো ভুলে যাওয়ার চেষ্টা তো চলে ।
কিন্তু কিবা করা পুরোনো তুমিটাকে ভুলে যাওয়া কার বা সাধ্য ,
না আমার না তোমার কিংবা কিংবদন্তি প্রেমিক প্রেমিকাদের !
তবুও জেনে বুঝে সবাই চেষ্টা করে বোকার মত আমিটা তুমি হয়ে ।
মন ভালো নেই মন ভালো নেই একাকিত্বের গানে
মন ভালো নেই আমার ।
এখন তোমার প্রেম পূজার পূজারী
আর হয়না ক্ষত তোমার কোন ছলনার সমবেদনায় ,
এখন ভুলে যাই তোমার বিন্দু পরিমাণ পথের ধুলি ।
ভুলে যাই রাঙ্গা পায়ে লাগানো সেই নূপুরের শব্দটাকে
ভুলে যাই কোন কালে কেউ ভালোবেসে ছিল বলে কেউ আছে ,
মন ভালো নেই হতাশায় একটা আকাশের মুখ পানে
মন ভালো নেই আমার মন ভালো নেই ।