করোনাময় ঈদ
কাজী মারুফ
প্রতিবছর ঈদ এলে হয় ভালো খাবার রান্না
এবার ঈদে শুনছে মানুষ স্বজন হারা কান্না।
মহামারি গজব এসে
ভর করেছে দেশে-দেশে
নিচ্ছে কেড়ে অধিক জীবন অল্প পরিমাণ না!
বন্দিজীবন তাইতো এখন ফুরায় না যে দিনটা
সুখের দিনে বাজে না সেই সুর লহরির বীণটা।
কাটছে প্রহর কষ্ট দুখে
বেদনার ছাপ সবার মুখে
নিত্যদিনই যাচ্ছে বেড়ে অভাবীদের ঋণটা!
একসাথে সব বন্ধু মিলে হয় না ভোজ ও গল্প
পূর্বে থেকেই কতজনার ভিন্ন ছিলো কল্প
শহর নগর কিংবা পাড়া
ঘুরে না কেউ কারণ ছাড়া
করোনার ভয় তাইতো সবাই বাইরে থাকে অল্প।