স্টাফ রিপোর্টার, পাংশা
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নে ৭ জন প্রার্থী আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশী নেতারা নির্বাচন করার লক্ষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিল। তবে নির্বাচনের মাঠে তেমন কোন প্রার্থীর সাড়া মিলছে না। অপর দিকে প্রতিনিয়ত গণ সংযোগ, উঠান বৈঠক ও মোটরসাইকেল শোভাযাত্রা করে চলছেন চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা জমির হোসেন জিকু। প্রতিদিন ইউনিয়নের কোন না কোন ওয়ার্ডে বা গ্রামে তিনি গণ সংযোগ অব্যাহত রেখেছেন।
সেই সাথে এলাকার সাধারণ মানুষের কাছে দোয়া কামনা করে চলছেন সামনের দিকে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে জিকুর রয়েছে কর্মী সমর্থক। বয়সে তরুন হওয়ায় এলাকার যুব সমাজও রয়েছেন তারই সাথে। একই সাথে দলীয় হাই কমান্ডের সাথে নিবিড় যোগাযোগ স্থাপন করে চলছেন এই নেতা।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোয়ন প্রত্যাশী। দল তার কর্মকান্ড বিবেচনায় দলীয় মনোনয়ন প্রদান করবেন বলে তিনি বিশ্বাস করেন। জমির হোসেন জিকু বলেন কিছুদিন আগে মানে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের কাউন্সিল হওয়ার পূর্বে আমাদের ইউনিয়নে অনেকেই নানা ধরনের কথা ছড়িয়ে ছিল আজ আবার তারাই জেলা আওয়ামীলীগের সভাপতি আমার রাজনৈতিক অবিভাবক বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র নাম বলে বেড়াচ্ছেন আমি তাদের সাধুবাদ জানায় তবে ১৬ তারিখের আগের কর্মকান্ড গুলোও যেন তারা মনে রাখেন।
পাংশা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীল ঘোষনা হয়নি। তবে উপজেলার প্রতিটি ইউনিয়নেই নির্বাচনের আমেজ বইতে শুরু করেছে, চায়ের দোকান গুলোতে এখন নির্বাচনের বাতাস বইছে, চায়ের কাপে বইছে নির্বাচনী ঝড়। এরই মধ্যে প্রার্থীরা নিজেদের জানান দিতে নানা ভাবে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে গণ সংযোগ উঠান বৈঠক করে চলছেন। ইতোমধ্যে রাজবাড়ী জেলার ৩টি উপজেলায় নির্বাচনী তফসীল ঘোষনা করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর জেলার কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার ইউনিয়ন পরিষদ সমূহে নির্বাচন অনুষ্ঠিত হবে। পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা মোঃ জমির হোসেন জিকুর রয়েছে ব্যাপক গ্রহণ যোগ্যতা সেই সাথে এলাকায় একজন জনপ্রিয় প্রার্থী হিসাবে কর্মকান্ড পরিচালিত করে আসছেন। চেয়ারম্যান প্রার্থী জমির হোসেন জিকু বলেন বিএনপি- জামাত জোট সরকারের আমলে আমরা নির্যাতিত হয়েছি আমি মার খেয়েছি আমাদের বাড়ী ভাংচুর ও লুটপাট করা হয়েছে। আমি ও আমার পরিবার জন্ম লগ্ন থেকেই বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি করে আসছি। আমার নেতা রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি আমি তার আদর্শেে রাজনীতি করি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দলের নিকট নৌকা মার্কা প্রত্যাশী আশা করি দল আমাকে দলীয় মনোনয়ন (নৌকা) দিবেন। আমি মনোনয়ন পেলে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের সাথে নিয়ে ইনশাআল্লাহ বিজয় হয়ে জনত্রেনী শেখ হাসিনার উন্নয়নকে গ্রামের সাধারণ মানুষের ঘরে ঘরে পৌছে দেওয়ার চেষ্টা করব।