করোনার প্রবল থাবায়
মোঃ খালিল কুয়েত প্রবাসী
————————————
করোনার প্রবল থাবায়
থেমে গেছে জীবন যাত্রা
এই ভাইরাসের ভয়াবহতা
হয়তো মোদের পাপের সাজা ।
পাপের বোঝা হয়ে করোনা
চেপেছে মোদের মাথায়
সারা বিশ্ব ক্লান্ত এই
করোনা ভাইরাসের থাবায় ।
কবে পাবো বিশুদ্ধ বাতাস
হারিয়ে ফেলেছি সেই বিশ্বাস
করোনা নামক এই ভাইরাস
কেড়ে নিয়েছে মুক্ত নিঃশ্বাস ।
মুখ খুলে মুক্ত নিঃশ্বাস
নিতে লাগে ভয়
কখন জানি বাতাস থেকে
ঐ ঘাতক ভাইরাস হয় ।
প্রাণঘাতী এই ভাইরাস থেকে
কবে হবে রেহাই
হে প্রভু দয়াময় তোমারই কাছে
আমরা পানাহ চাই ।
তুমি যদি করো দয়া
হে মহান মোদের সৃষ্টিকর্তা
নিমেষেই নির্মূল হবে
প্রবল ভাইরাস এই করোনা ।
অসাধারন লেখা এবং দোয়া করা আল্লাহর কাছে।আল্লাহ আমাদের সাহায্য করুন আমিন।
আপনার জন্য শুভ কামনা রইল।
বাহ্, বেশ ভালো লিখেছো খলিল। ধন্যবাদ