কবি নজরুল
মো: আয়েন উদ্দিন মাষ্টার
ভোর হলো দোর খোলো খুকু মনি উঠরে
নজরুলের কবিতায় ফুল খুকি ছোটেরে।
থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎ টাকে।
বাংগালীরা জেগে উঠে
কবি নজরুলের কবিতার পাঁকে।
বল বীর বল উন্নত মম শীর
তাইতো আমরা পেয়ে ছিলাম
শেখ মুজিবের মত বীর।
চল চল চল উর্দ্ধোগগনে বাজে মাদল।
আমরা কবির হইনি আদল।
মোদের গড়ব মোদের আশা
কবি নজরুলের বাংলা ভাষা
এবার তোর মরা গাঙে
কবি নজরুল সবি ভাংগে।
কত কথা কত ব্যাথা
কবি নজরুল পেয়েছে সেথা।
তবু ছাড়ে নাই সে বাংলার হাল
সে বাতাসে উড়ে ছিল বাংলার পাল।
নিজরুলকে ভালোবেসে
মুজিব আনলো বাংলাদেশে।
চিকিৎসার কথা বলে বলে
ফিরত দিল না আর কোন কালে।
মরার পরে ইসলামী গানের সুরে স্মরণে।
ঢাকা বিশ্ব বিদ্যালয় মসজিদের পাশে
রাখলো তারে কবর খুঁড়ে বরণে।