স্টাফ রিপোর্টার # গণমানুষের কবি ও সমাজকর্মী ইস্তেকবাল চয়ন দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরে শুভেচ্ছা জানিয়েছে। শুক্রবার সকালে এক বার্তায় তিনি বাংলাদেশ ভূমির মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ইস্তেকবাল চয়ন বলেন করোনামহামারীর এই দু:সময়ে মানুষ দিশেহারা। স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক কর্মস্পৃহা। এমনই এক মূহুর্তে মানুষের ঈদ আনন্দ উৎযাপনে কিছুটা ব্যাত্যয় ঘটলেও মনোবল না হারিয়ে সাবধানতা সবোর্চ্চ সতর্কতা অবলম্বনের মাধ্যমে এগিয়ে চলারও পরামর্শ দিয়েছেন এই কবি।