বাংলা সাহিত্যে অবদানের জন্য আরেকটি বিশেষ সম্মাননা জমা হলো কবি ও গবেষক সাকি মাহবুবের ঝুলিতে। সাকি মাহবুব জন্মেছেন রাজবাড়ীর সাহিত্য সংস্কৃতির পাদপীঠ পাংশা উপজেলায়। সম্প্রতি ঢাকা সাহিত্য কেন্দ্র এই সম্মাননা প্রদান করেছেন। “মনীষীদের বইয়ের নেশা” সাকী মাহবুবের প্রবন্ধ গ্রন্থ। এ গ্রন্থের জন্যই তিনি সম্মাননা প্রদানের তালিকাভুক্ত হয়েছিলেন।
গত শনিবার ঢাকার তোপখানা রোডে শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে সাকী মাহবুবের হাতে ক্রেস্ট, সনদপত্র ও ব্যাগ তুলে দেন একুশে পদক প্রাপ্ত কবি আল মুজাহিদী ও অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় দেশের খ্যাতিমান কবি আল মুজাহিদী, কবি জাকিউল হক জাকি ও আবৃত্তিকার, উপস্থাপক ও কবি মাহবুব মুকুলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন, সাকী মাহবুব নিয়মিত দেশের প্রথম শ্রেণীর পত্রিকা সমুহে তার লেখা প্রকাশিত হয়ে আসছে। ছাত্র জীবন থেকেই তিনি সাহিত্য চর্চা করে আসেন, সাকী মাহবুব পাংশা উপজেলার কসবামাজাইল আতাহার হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।