একুশে গ্রন্থমেলা২০২৪ উপলক্ষে কবি আকরাম হোসেন খান রচিত অণুকাব্য গ্রন্থ ‘বঙ্গের অণুকাব্য’ প্রকাশ হতে যাচ্ছে।
মানব জীবনের প্রতিটিতে পদক্ষেপেই একটি করে অণুকাব্য আছে। আছে গল্প ও কবিতার অনুষঙ্গ। যারা লেখতে জানেন বা লেখেন তারা প্রতিটি বিষয়কে সাহিত্যগুণে বিচার করতে পারেন। পারেন তা লিপিবদ্ধ করতেও। আকরাম হোসেন খানও তাই করেছেন। জীবন ঘনিষ্ট বহু বিষয়কে তিনি ধারণ করে ক্ষুদ্র ক্ষুদ্র বর্ণনায় তা লিপিবদ্ধ করেছেন। কবি একটানা কয়েক বছর যাবৎ লিখছেন ভারতীয় একটি অনলাইন গ্রুপে। যার নাম বঙ্গসাহিত্য পত্রিকা। সেখাকার সম্পাদক খ্যাতিমান একজন শিক্ষক ও কবি রঙ্গনা পাল। তিনি বিভিন্ন বিষয় কেন্দ্রিক প্রতিযোগীতার আসর ঘোষণা করেন। সেখানকার সাপ্তাহিক বিজয়ী কবিদেরকে করেন পুরস্কৃত। দেন সম্মাননার। সেই সকল সম্মাননাপ্রাপ্ত ক্ষুদ্র ক্ষুদ্র কবিতা দিয়েই সাজানো হয়েছে অনুকাব্যের এই গ্রন্থটি।
গ্রন্থটি পাঁচ ফর্মার। ভেতরে বাইরে একদম চার কালারের বই। প্রকাশ করেছেন বাংলাদেশ ভূমি প্রকাশন। আর এটি একুশে গ্রন্থ মেলায় পরিবেশন করবেন উচ্ছ্বাস প্রকাশনী। সোহরাওয়ার্দী উদ্যানে ৪৮৩নাম্বার স্টলে পাওয়া যাবে।
কবি আকরাম হোসেন খান বলেন, সাহিত্য চর্চা এক ধরনের নেশার মত কাজ করে। নিয়মিত কিছু না কিছু লেখার চেষ্টা করছি। দেশকে ভালোবেসে অণুকাব্যের মাধ্যমে দেশের কথা দশের কথা তুলে ধরতে চাই।