বিমর্ষ মন আর নিথর দেহ,
অনুভূতির সকল উপলব্ধি যেন,
চিরতরে হলো মিছে।
আমার কবিতা হারিয়ে গেছে।।
খুব ভারি হাওয়া শ্বাস প্রশ্বাস মাঝে,
বড় নিরানন্দ আমি জগত মাঝে।
জানি না প্রশান্তির ঔষধি,
সত্যি ই মিলিবে কিসে,
আমার কবিতা হারিয়ে গেছে।।
মন গভীরে সুখ দুঃখ নেই আর,
আহ্বান করি না তাহারে ফেরার।
হয় তো সে খুজে পেয়েছে,
তার আজন্ম সুখের দিশে,
আমি একাকী নিঃস্ব আজ,
কারন আমার কবিতা হারিয়ে গেছে।।
পাওয়ার থেকে যে হারিয়ে সুখ পায় সেইত প্রকৃত সুখি।