স্মৃতি ও মায়া আসলে সব ভুয়া
মোঃ খলিল বিশ্বাস
দুই নয়নে আজও ভাসে
মধুময় কতো স্মৃতি,
ইচ্ছে করে সেই শৈশবে
আর একটিবার ফিরি।
ফিরতে চাইলে যায়না ফিরা
তাও তো মোরা জানি,
ফেলে আসা যত স্মৃতি
সব হয়ে যায় ইতি।
ইতি হবে সকল স্মৃতি
যখন মনটা হবে ভুলো,
সেদিন সবাই ডাকবে আমায়
হুঁশ হারা বুড়ো।
একদিন হবে চির বিদায়
হেথায় থাকবে সবই পরে,
জীবনের সব স্মৃতি গুলো
যাবে ধুয়ে মুছে।
কালের বিবর্তনে একদিন
নামটাও যাবে মুছে,
স্মৃতির পাতা মায়ার বাঁধন
সব কিছুই তো মিছে।
মিছের পিছে ছুটছি ধেয়ে
সত্য রয়েছি ভুলে,
এই কারণেই নিঃপাপ জীবন
পাপে যাচ্ছে ভরে ।
—————————-