সব করোনা স্কুলে?
খন্দকার জাহাঙ্গীর হুসাইন
আহহারে আহ যুক্তি তোমার স্কুলে রয় করোনা
বলছো তুমি সেই কারণে স্কুলে আর পড়োনা?
অনলাইনে পড়তে বলে খালাস তোমার দায় বুঝি?
ভাত মাছ আর খায়না কেহ সবাই নাকি খায় সুজি?
ফিডা-টিডার খায় সকলেই
তুমিই শুধু খাও চিড়া?
তোমার ঘেলু বুঝবে কি আর
জনগণের ভাও-পীড়া?
হাট-বাজারে চলছে মানুষ, মানুষ চলে শহরে
স্কুলে বা ভার্সিটিতে কোভিড চলে বহরে?
দাও খুলে দাও কোমলমতি বন্ধু গুলোর পড়তে দাও
এই জাতিকে বন্ধু তুমি মানুষ রূপেই গড়তে দাও।
কই করোনা বন্দরে ভাই, মরলো ক’জন শ্রমীকে
দাও হিসাব দাও ক’জন কত নাম্বারে আর ক্রমিকে?
কেউ মরেনি পোষাক কলে, ট্যানারী, রায়ের বাজারে
গুলিস্থান ও গাবতলীতে মরলো কী লাখ- হাজারে?
শুধুই কেনো স্কুলে আর কলেজ নিয়ে ভয় পেলে?
কী জানি ভাই এই জাতিটার মুর্খ করেই জয় পেলে?