জীবনের প্রতি বিতৃষ্ণা নিয়ে
টুপ করে ঝরে গেছে বিবর্ণপাতা
পেশার প্রতি অনিহা থাকে
পথে নামিয়েছে বাউণ্ডুলে করে।
মৃত্যই এখন একান্ত আরাধ্য তার।
গুণী মানুষের জীবন একটা অবিস্ফোরিত গ্রেনেট।
জীবিতকালে ধুলোবালিতে
পড়ে থাকে অযত্নে অবহেলায়।
মৃত্যুই সেই কাঙ্খিত বিস্ফোরণ
মাঝে মাঝে মৃত্যুই হয়ে যায় একান্ত আরাধ্য তাই।
মরা নদীর মত পড়ে আছে জীবন
সময়ের স্রোতে শবদেহের মত ভেসে যাচ্ছে জীবন
সহৃদয় চোখের দৃষ্টি কাড়েনি তবু
কেবল একরাশ অভিমানে
ঝুলে গেলে হতাশার দড়িতে
দোলে ওঠে পরিচিত অপরিচিত সর্বমহল।
বিভিন্ন প্রান্তের আছড়ে পড়া শোকের ঢেউয়ে
কেঁপে ওঠে বারবার মৃতের শরীর।
লাশের জন্য যেভাবে ডুকরে ওঠে মানুষ
মানুষের জন্য যদি নির্গত হত একফোঁটা জল!
অথচ প্রাণের জন্য তার
একফোঁটা জল ছিল অনিবার্য চাওয়া।
যেমন বৃষ্টিহীন দুপুরে জলের তৃষ্ণায়
হাহাকার করে বৃক্ষের গোড়ার মাটি।