মধ্যবিত্ততা
মো:জিহাদ আলী
—————————————-
দেখি মধ্যবিত্তের আচরন
পৃতিবীতে তাদের বিচরন।
ক্ষুধা পেটে বলে আমি খেয়েছি
ঈদের পোষাক না কিনে বলে আমি কিনেছি।
জীবন যুদ্ধে তাঁরা হয়ে গেছে মিথ্যুক
তারা ভাবে আমি কাঁদি বাবা মা হাসুক।
মানিব্যাগে নাই টাকা তবু থাকে মানিব্যাগ
কোনো কিছু না দেখে করে তাঁরা শুধু ত্যাগ।
দুঃখ দেখাতে ভয় করে লজ্জা
অভাবে থাকে তারা গুষ্টিতে মির্জা।
ছোটো কাজে ভয় পায় লোকে করবে নিন্দা
সন্মান টিকিয়ে রাখা এটাই তাদের ধান্দা।
মন ভরা কষ্ট থাকে তবু তাঁরা হাসে
মনে মনে ভাবে তাঁর স্বপ্ন দেখাই মিছে।
কিছু বলার ভাষা নাই ভাই, এক কথাই অসাধারন।
Nice