ভালো লাগে
– মাহমুদ শরীফ
ফুলের হাসি পাখির ডাক
বিল-বাওড়ের মাছের ঝাঁক,
পদ্মা-গড়াই নদীর ঘাট
ভালোলাগে সবুজ মাঠ।
রসোগোল্লা- চমচম
রাজার গাড়ি টমটম,
ছোট্ট সোনার আলতো বুলি
ভালোলাগে পিঠা-পুলি।
মা কথাটি মধুর অতি
চলুক গাড়ি নিয়ম গতি,
বাহু – বুকে বাড়ায় বল
ভালোলাগে টাটকা ফল।
দেশের জন্য জীবন দান
সবার ঘরে জ্ঞানের বান,
শাপলা-শালুক মটর লতা
ভালোলাগে সঠিক কথা।
নদীর শ্রোত পালের নাও
গ্রীষ্মকালে দখিন বাও,
সঠিক মানুষ হলেও কালো
ভালোলাগে জোনাক আলো।
ছোট‘র স্নেহ- বড়‘র মান
ভুল করোনা নাড়ীর টান,
মায়ের হাতের কুমড়ো বড়া
ভালোলাগে গল্প-ছড়া।
পুকুর পাড়ে বরশি ফেলে
রুই-কাতলা মাছ পেলে,
মোয়াজ্জিনের মধুর সুর
ভালোলাগে আঁখের গুড়।
তারার মেলা গোটা গোটা
কুয়াশা বা বৃষ্টি ফোটা,
শান্ত- সুখের পরিবেশ
ভালোলাগে ঘুরতে দেশ।
সফল হলে সকল কাজে
মনের মাঝে সুখ যে বাজে,
রোগীর পাশে দাঁড়াতে
ভালোলাগে হাত বাড়াতে।
মিষ্টি রোদ শীতের কাল
জ্যৈষ্ঠ মাসে আমের ডাল,
শান্ত দীঘির পদ্ম ফুল
ভালোলাগে নদীর কূল।
নানান ফুল গাছে গাছে
এমন কথা অনেক আছে,
বন্ধু মিলে করতে খেলা
ভালোলাগে বিকেল বেলা।
ভালোলাগার নেইতো শেষ
সব সময়েই থাকে রেশ,
ভালোলাগে অনেক কিছু
সবাই চলে তারই পিছু!