ভালবাসার চৌকাঠ
-মোঃ জসিম মুন্সি
অনিমন্ত্রিত সম্পর্ক বিনিময় –
কখনও আসে দু চোখে পৃথিবী
দেখার মত স্বচ্ছ প্রিয় আবেশে,
নিজের নিয়ন্ত্রণ তবুও হারিয়ে।
অকথিত ভালবাসার ঝাপিতে
নানা রঙের ভালবাসা,তাতে
মেশানো সুখ দুঃখ আর আকাশ
কুসুমের নানা রকমের কথা মালা।
জীবনভর যে ভালবাসার নৌকোর
দাড় টেনে গেল,সে আজ কেন ক্লান্ত?
সময় তবে তোমাকে চায়, প্রকৃতি সবুজ
হয়ে যায় তোমার মুগ্ধ জলে ভিজে।
অনুতাপের উস্কানিতে যেওনা তোমার
তোমায় ছেড়ে,পাবে দেখো এক গুচ্ছ
নীল আকাশের নীচে বসে থাকা স্নিগ্ধ
সাদা কাশফুলের মহা মিলন দোলা।
বুনোফুল আঁধার হবে একদিন দেখো,
তোমার দীপ্তি প্রখর হবে বলে,নিরব
প্রস্থান সময় দেবে বৃদ্ধ ভাবনা গুলো
সহমিতা জড়িয়ে তুমি ঘুমাবে শান্তিতে।
ভালবাসার একদিকে দোষ থাকবেই
এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, প্রত্যাশার
শুভেচ্ছা গুলো ভাল দেয়া হয়না,
তাই আমারও কবিতা লেখা হয়না।
রুপোর কাঠি তোমায় ঠিক ছুঁয়ে যাবে
প্রশান্তির সুপ্ত বাসনা কামনার আগুনে
আমরণ খুশির চিরন্তন জয়ী মালা
অবশেষরূপে ঠিক তুমি ফিরে পাবে।
ভালবাসার চৌকাঠ তা কেবলি শুধু
সুরক্ষিত থাক,একাংশ আমিও নয়!
ভেবে যাওয়া কথা গুলো ছন্দপাত
হয়নি সত্যই কখনও কি অবাক।
ভালবাসারা খুব ভাল থাক,নাইবা
হলো গল্পদুটো নাইবা হলো সৃষ্টি,
অপলোক দৃষ্টিতে থেকে গেলে বেশ!
তুমি স্বার্থপর নয় আমার মত এত।