বিনয়ী মায়ার অদ্বিতীয় বুলবুল
রেজা মোহাম্মদ
নিখিল পৃথিবীর শ্রেষ্ঠ মানব তিনি
নারী মর্যাদা অন্যায়ের ন্যায়বিচার!
পৌঁছে দিয়েছেন প্রেরকের বার্তা ধ্বনি,
তুমিই সম্ভ্রমের স্বত্ব, জাতির চাড়।
অন্ধকার পথের, সরিয়ে আঁধারিয়া
মনিষীর চিত্তে, অনুধ্যান উদবেগ!
সঠিক অনুসরনে প্রত্যাগত করিয়া,
স্থানান্তরিত করেছো প্রমাদ আবেগ।
চাঁদের চেয়েও সুশ্রী অধিক তুমিই
বিনয়ী মায়ার অদ্বিতীয় বুলবুল!
পৃথিবীর তিমিরাব-গুণ্ঠিত ভূমিই,
আলোকিত করেছো হে,আমার রাসূল।
প্রেমনদে ডুবিয়া আপনার চুমিই,
আসাদন মোর পুলসিরাতের কূল।
সুন্দর
আন্তরিক ভালোবাসা সুহৃদ।