পান্না বদরুল
————————-
আমিও ভালোবেসেছিলাম একদিন
তোমাকে;
জীবন শক্তির প্রাচুর্য্যে বহমান সকল প্রতিবন্ধকতার দেয়াল গুড়িয়ে,
শত বাধার ওষ্ঠে চুম্বন এঁকে আপন বাহুতে নিয়েছিলাম
ভালোবাসা নামক অদৃশ্য লোভের পরম স্নেহে,
আমিও ভালোবসেছিলাম একদিন তোমাকে,
তোমার সদ্য প্রস্ফুটিত পপির ঘ্রানে,
মৌমাছি হয়ে গুনগুন গুঞ্জনে মুখরিত করেছিলাম তোমার এক একটি ক্ষণস্থায়ী সময় পরিধি,
আলোড়িত করেছিলাম আমাদের জীবনের রং-বেরঙের স্বপ্নময়ী আঁখিকে,
আমিও ভালোবেসেছিলাম ভালোবাসা নামক দুর্দান্ত মাদকের সর্বগ্রাসী আগ্রাসনে,
বুদ হয়ে জড়িয়ে থাকতাম হারিয়ে যাওয়ার কি এক অদৃশ্য ভয়ে,
আমিও একদিন ভালোবেসেছিলাম তোমাকে তোমার তুমিকে!
আজ সে এক রূপকথার
গল্পই মনে হয় জীবন সায়াহ্নের মোড়ে দাঁড়িয়ে,
হিসেবের খেরো খাতায় অপারগতার দায় কেবল সবই আমার রাজকন্যা!
সবই ছিলো শুধু একটি জিনিসেরই অভাব ছিলো আমার,
সাহস!কোন কালেই আমি অপরিমেয় সাহসী ছিলাম না।
ভালোবাসতে আর কি লাগে তা আমার জানা হলো না আজও!
তা জানার প্রয়োজনও হয়তো নেই।
আমার ভালোবাসার পরিক্রমায় এটুকু অন্ততঃ বুঝেছি!
ভালোবাসতে হলে বুকের মাঝে ভালোবাসার নদী আর অপরিসীম সাহস থাকা চাই।
—————————————————————-