কবি -আমির আলী
সাম্রাজ্যবাদ আর নব্যসাম্রজ্যবাদ পূজিঁ বিকাশের জন্যে
দাপাদাপি করে বন্য পশুর মত সাড়া পৃথিবী জুড়ে;,
কোথাও ধর্ম, কোথাও জাতিভেদ প্রথার দোহাই তুলে
রক্তের বন্যায় ভাসায় জনপদ, মানবতা মারে গলাটিপে।
মায়ানমারে চলে ধর্মের নামে মুসলিম নিধন যগ্ঞ
চীনে ভারতে শত মুসলিম আজিও ফেলছে চোখের অশ্রু;
সিরিয়া লিবিয়ায় দিবানিশি শুনি মানুষের আহাজারি
মানবতা গনতন্ত্রের নামে খেলে ওরা রক্তের হোলি।।
ফিলিস্তিন গাজায় বয়ে যায় আজি রক্তের নদী
ধর্মের নামে দোহাই দিয়ে বাড়ায় পূজিঁর থলি;
শিয়া সুন্নির সুন্নীর সুডসুড়িতে পাকিস্তান অগ্নিকুন্ডু
পড়ে মসজিদে স্রষ্টার ঘড়, মানবতা হয়ে রয় বন্দি।।
একনায়কের খেতাব দিয়ে সাদ্দাম উতখাতের নামে
যুদ্ধের দামামা বাজিয়ে মার্কিন তেল নিল কৌশলে;
ইরাকে কজন হিন্দু ছিল ইহুদী আর খৃষ্টানে?
সবইতো মুসলিম বসবাস সেথা মরল কেন যুদ্ধ করে?।।
পূজিঁর দৌরাত্ব যতদিন রবে সাম্রাজ্যবাদ খেলবে মানুষ নিয়ে
মানবতা ধর্ম সব পুড়ে হবে ছাই রক্তে যাবে ধরা ভেসে;
পৃথিবীর জনতা একজোট হয়ে পূজিঁবাদ কর উৎখাত
মসজিদ মন্দির, গীর্জা অক্ষত রবে, পালাবে সাম্রাজ্যবাদ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি বাংলাদেশ ভূমিকে জানাতে ই-মেইল করুন-drjahangir748@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব। পাঠাতে পারেন, কবিতা,ছোটগল্প, ফিচার, নিবন্ধ, প্রবন্ধ, সায়েন্স ফিকশনসহ আপনার যে কোন ধরনের মৌলিক সাহিত্য কর্ম। মনোনীত লেখাগুলি আমরা আন্তরিকতার সাথে প্রকাশ করে থাকি। সাথে থাকুন পাশে আছে বাংলাদেশ ভূমি ডট কম।