থাম্বনেলে কবির খেতাব
খন্দকার জাহাঙ্গীর হুসাইন
আমার মতো একজন অকবিকে কবির খেতাব দিয়ে
নিজেকে অবমাননা তোমারই সাজে
তাই বারেবার আমাকে কবি বলো।
আমাকে কবি ডাকা মানে
হারমোনিয়াম এর হ-ও না জানা
একজন শাফায়াত বাউল এর মত
হেরে গলায় লালনগীতি গেয়ে পালা গানের আসর মাতানো।
তারওতো হাতে একটা দোতারা থাকে
যদিও বাজাতে দেখিনা কখনো।
আমি শাফায়াত বাউলের চেয়ে নীচ! অধম কবি।
একদম ভূয়া কবি বলতে পারো।
হলুদ সাংবাদিকের মতো।
আমি কি আজকাল কোন কবিতা লিখতে পারি?
একটাও লিখছিনা এখন।
এই যুগ এই সময় আমার কবিতা লেখার যুগ নয়।
তাই আমি থেমে আছি
থেমে আছি একটা
থাম্বনেলে কবি নামটা প্রচার করে।