“গর্দভ তুমি মহামূর্খ”
শাহাব উদ্দিন ভূঁইয়া (জয়)
স্রষ্টার সৃষ্টি তুমি,তুমিই শ্রেষ্ঠ জীব,
হস্তে গড়া তোমার,তুমিই কারিগর মৃত্তিকার দেব-দেবতা।
আবার তুমি পূজাতেও নগ্ন হৃদে মগ্ন তাহার।
নেহি প্রাণ নাহি কোনো কিছু তবুও কেনো পূষ্প-একপাত্র অন্নজল,
সন্তুষ্ট করাতে আপ্রাণ শ্রেয়।
তবে তুমি বুঝো তুমি’তো নিরক্ষর নহে,
মৃত্তিকা মিশ্রণ জলে কিসের খুঁজো প্রাণশক্তি?
তবে তোমার ডিগ্রীধারী সনদপত্র একটুকরো সাদা পত্র সমতুল্য।
তুমি শ্রেষ্ঠ গর্দভ-মহামূর্খ তোমার হিতাহিতজ্ঞানশূন্য।
আবার তুমি স্ব-জোরে,স্ব-কন্ঠে,দাবি জুড়ে দাও গঞ্জের এক কাপ চায়ে,
তুমি স্রষ্টার শ্রেষ্ঠ জীব,তুমিই সর্বদা,
হস্তে গড়া তোমার দেব-দেবী হয় যদি তোমার স্রষ্টা?
তবে তুমি কে?
ভাবিতে আহা ভাবো-ভাবো,ভাবনার স্তর খুঁজো নির্দ্বিয়ায়
তবে তুমি সমাধান খুঁজে পাবে নিখুঁত উত্তরমালায়।
এসব এবার ছাড়ো-ছাড়ো ফিরিয়া আহো কল্যাণময় ধর্ম শান্তির ছায়াতলে।