“ক্ষণস্থায়ী”
মোঃ আকরাম হোসেন খান
তুমি, আমি, আমরা সবাই ফুলসম ক্ষণস্থায়ী।
মায়াময় এই ধরাতে মোরা কেউ নই চিরস্থায়ী।
রাতে যে ফুল ফোটে,গন্ধ বিলায়ে সকালেই তা ঝরে পড়ে ।
তেমনি আমরা সবাই চলে যাবো মায়াময় এই ধরা ছেড়ে।
আছে যত জীবনের অহমিকা ও ভুল।
শোধরাতে হবে দেখিয়া বাগানের ফুল।
ফুল সেতো শুধুই গন্ধ-সুধা বিলায় মানবের তরে।
নিজেকে নিঃশেষ করে অবশেষে ধুলায় ঝরে পড়ে ।
মানব জনম শ্রেষ্টত্বের হয় সকল জীবেরে দয়া করে।
বিধাতার সৃষ্টিকে ভালবেসেই কেউ পেয়েছে তাঁরে।
কেউবা চলে গেছে দুর হতে বহু দুরে অহেতুক তর্ক ভারে।
সৃষ্টির সেরা মানুষ, কোরানে বলে আশরাফুল মাকলুকাত।
সুন্দর ধরনী ছেড়ে চলে যেতে হবে খাটবে না কোন অজুহাত।
11/06/2021/Friday/M/D/1216