এতোদিন কোথায় ছিলে?
পান্না বদরুল
এক অজানা কষ্ট পুষে রাখি মনের গহীনে,
বুকের উপর ভার হয়ে সওয়ারী হয় কণ্টকাকীর্ণ পথের,
সাথে যোগ হয় অর্বাচীন ভয়।
কবিতার অক্ষরে বসে টুটি চেপে ধরে কলমের নিব,
চক্রবুহ্যে আটকে যায় কবিতার প্রসব যন্ত্রণা,
কবিতা হয়না লেখা চলে শুধুই কসরতের মহড়া,
ডুবে যায় কবি আর কবিতার খাতা অতলে মহাপ্রলয় শেষে।
দূর থেকে ভেসে আসে বহুদিন না দেখা আবছা নির্ভার মুখ,
ঢেউয়ের তালে একবার দূরে একবার কাছে আসে তন্দ্রাতুর চোখ,
মায়াবী আলোর হাত বাড়িয়ে দেয় ভালোবাসার আলিঙ্গনে,
টেনে তোলে ডুবন্ত কবিকে আবার কবিতার ভুবনে;
সময়ের এক এক করে সব যুগ পেরিয়ে
চোখ খুলে কবি শুধু একটি কথায় সুধায় তারে,
এতদিন কোথায় ছিলে?
মামু অসাধারণ একটি কবিতা পড়লাম। দিনে দিনে তোমার লেখার আরো উন্নয়ন হোক এটাই কামনা।