আমি একজন মুসলিম, তাই অভিশাপ আমার মানায় না।
তবুও আমি একটিবার অভিশাপ দেবো।
তবুও অভিশাপ দিলাম।
আজ আমি অভিশাপের জন্য হাত তুললাম!
নিপীড়িত এক বিশাল জনতাকে সাথে নিয়ে হাত তুললাম
অভিশাপ দেবার জন্য। একটা ভয়ংকর অভিশাপ দেবার জন্য।
তোমার বংশ যেনো নির্বংশ না হয় কোন দিনই।
এ আমার প্রথম অভিশাপ
পথে পথে মেঙে মেঙে খাক তারা অনন্তকাল
তবুও যেনো অভাবই থাকে তাদের এক মুঠো চাল!
তুমি অনেক খেয়েছো
পেট তোমার ভরেনি কোন দিন।
ক্ষমতার স্বাদ তুমি পেয়েছো, শক্তিমত্তা আর ক্ষমতায় তোমার
সমতুল্য আর কোন শাসক এখানে নেই
কিন্তু তোমাদের প্রজন্মকে আমি দেখতে চাই
একটা লুঙ্গী কেনার মত ক্ষমতাও যেনো আর না পায় কোন দিন।
ওরা লজ্জা নিবারণের জন্য যেনো
আদর্শ কোন পোষাক না পায় কোন দিন।
মানুষ তোমাদের এতো অভিশাপ করে
তোমার কানে তার একটুও প্রবেশ করেনা
আমি অভিশাপ দিলাম
যেনো তোমার বংশের সকল পুরুষ ও নারী শ্রবণ প্রতিবন্ধী হয়।
শুধু অভিশাপ দিলাম হে হন্তক
শুধু অভিশাপ দিলাম হে লুটেরা
শুধু অভিশাপ দিলাম হে ষড়যন্ত্রী
শুধু অভিশাপ দিলাম হে জালিম
শুধু অভিশাপ দিলাম হে শয়তানের দোসর
তোমার কারণে মানুষ যেমন ভাবনাহীন ঘুমাতে পারেনা
ঠিক তেমনি যেনো-
তোমার বংশের কোন পুরুষ অথবা কোন নারী
একটি মূহুর্তও তন্দ্রাকে স্পর্শ করতে না পারে।
তোমার বংশ যেনো নির্বংশ না হয় কোন দিন।
সুন্দর কবিতা কবির জন্য দোয়া ও শুভ কামনা অবিরা❤️❤️