ইসরাইলি শয়তান
মোঃ জিল্লুর রহমান লালন
বিশ্ব -জাহান চেয়ে দেখো আজ
ক্ষেপেছে ইসরাইলি শয়তান
ঈমাদার যারা, মানবে না তারা
এ পরাজয়, এ অপমান।
ফিরকা,তরিকা,মাজহাব ভুলে
এক হও সব মোহাম্মদী উম্মত
মুসলিম জাতিকে পরাজিত করে
কার আছে এতো হিম্মত??
জেগে ঘুমাবার নেইকো সময়
গর্জে ওঠো সব মুসলমান
ঈমানের তেজ আজ-ও আছে মোদের
দেবো তারই প্রমাণ।
ফিলিস্তিনি শিশুরা কেঁদে -কেঁদে কয়
কে আছো মুসলিম ভাই?
দ্বীনের প্রদীপ নিভতে দিওনা
সময় খুব বেশি নাই।
প্রিয়হারা স্বজনের শোকের মাতমে
বাতাস হয়েছে ভারী
পথে -প্রান্তরে মৃত্য মিছিল
শোকের-ই আহাজারি।
মিনায় গিয়ে মারলে পাথর
মেজাজি শয়তানের গায়
ইসরাইলে আজ হাকিকী শয়তান
মারো পাথর তার নিশানায়।
যে হাতে জপেছো তছবিমালা
অন্ত্র ধরো সে হাতে
ইসরাইলি শয়তান করতে খতম
হাত রাখো এক হাতে।
খোকসা, কুুষ্টিয়া।
( বিশেষ ঘোষনা: আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি বাংলাদেশ ভূমিকে জানাতে ই-মেইল করুন-drjahangir748@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব। পাঠাতে পারেন, কবিতা,ছোটগল্প, ফিচার, নিবন্ধ, প্রবন্ধ, সায়েন্স ফিকশনসহ আপনার যে কোন ধরনের মৌলিক সাহিত্য কর্ম। মনোনীত লেখাগুলি আমরা আন্তরিকতার সাথে প্রকাশ করে থাকি। সাথে থাকুন পাশে আছে বাংলাদেশ ভূমি ডট কম।)