হে মহা সিন্ধু
মোসাঃ লিপি
হে মহা সিন্ধু –
যেদিন তোমার উদ্ধেল তরঙ্গ মালা
কূল ছাপিয়ে ছুঁয়ে দিবে আমার ললাট,
সেদিন যন্ত্রণা র নোংরা স্তূপ গুলো
প্লাবনে ভাসিয়ে নির্মল করে দেব
তোমার জনপদ।
নব সাজে সাজবে প্রকৃতি
পাখির কূজনে, ভ্রমরের গুঞ্জনে
নব উদ্যমে আবির্ভূত হবে প্রকৃতি
যেন বিধাতার পূর্ণ আশীর্বাদ।
ঘৃণার প্রবল মন্ত্র যদি তব কন্ঠে ঝরে
সে থেকে ই জন্ম নেবে হিংসা
সকল হিংস্রতার বিরুদ্ধে,
ম্লান করে অধর্মের ধর্মত্ব
জাগরণ ঘটবে মানবতার।
হে মহা সিন্ধু –
তোমার বিশাল জলধারার প্রকম্পিত ঢেউ
ছুঁয়ে যাক কবি মন,
তবেই কবি হৃদয়ে হবে নবজাগরণ।