শীত এলে
বিল্লাল মাহমুদ মানিক
শীত এলে বেড়ে যায় ঠাণ্ডা বাতাস,
কুয়াশাতে ঢাকা পড়ে সুনীল আকাশ।
শীত এলে পাওয়া যায় মজাদার পিঠা,
ভাঁপা, পুলি, পাক্কন খেতে লাগে মিঠা।
শীত এলে ঝাঁকে ঝাঁকে আসে কত পাখি,
ভিনদেশী বলে তারা অতিথিই ডাকি।
শীত এলে সরিষারা মাঠে মাঠে হাসে,
হলুদের রূপে মজে মৌমাছি আসে।
শীত এলে ঝরে যায় গাছেদের পাতা,
ভারী জামা দিয়ে ঢাকা থাকে দেহ-মাথা।
শীত এলে অনেকেই থরথরে কাঁপে,
গা গরম করে নেয় আগুনের তাপে।
শীত এলে ফলে কত শাকসবজিও,
শীত তুমি সবাইকে ভালোবাসা দিও।