কথা দিলাম
মোসাঃ লিপি
কথা দিলাম থাকবো পাশে
আসে যদি ঝড় বাদল
এক পশলা বৃষ্টি হবো
মুছতে মনের দাবানল।
কথা দিলাম হাত বাড়াবো
হোঁচট যদি খাও
মুছে দেবো আঁখিজল
দুঃখ যদি পাও।
কথা দিলাম আমার কলম
লিখবে নিরবধি
তোমার কথা উজাড় করে
আমায় জানাও যদি।
কথা দিলাম সাধিবো সুর
আবার নতুন করে
নিশি জেগে লিখো যদি
তুমি আমার তরে।
কথা দিলাম জীবন পথে
নতুন কোনো মোড়ে
দাঁড়িয়ে রবো সে আশাতে
আসবে তুমি ফিরে।
কথা দিলাম জোছনা রাতে
জাগবো নিশি তোমার সাথে
হাতটি রেখে তোমার হাতে
মিষ্টি প্রেমের আবেশেতে
হৃদয় খানি রাঙিয়ে দিতে
থাকবো আমি অপেক্ষাতে।