মু’মিনের প্রতি আহ্বান
মুহিব আল ইসলাম
উঠো মুসলমান ,জাগো মুসলমান
মসজিদে ঐ হয়েছে আযান,
তুমি মুসলমান ,করো হে প্রমাণ
নামাজে তে দাঁড়াও তুমি ,
শক্ত করো তোমার ঈমান।
রুকু কারীর সাথে তুমি করো হে রুকু
সিজদাহ তে লুটায়ে পড়ো খুশি হবেন প্রভু।
হে মুসলমান ঠিক করো ঈমান
মনে রেখো আল -কুরআন
তোমার জীবন গড়ার পূর্ণাঙ্গ বিধান।
নবীর এলেম শিক্ষা করে গড়ো হে ঈমান
তবে তুমি হতে পারো খাটি মুসলমান।