ভালোবাসা
মাহফুজা শিউলি
মহান “রব,,
তোমার সৃষ্টির সেরা সৃষ্টি মানব জীবনে বহমান।
এক অর্পূব আশ্চর্য্য আর্কশন !
এর নাম! “ভালবাসা,, ভালবাসা, ভালবাসা,শুধুই ভালবাসা !!
যার শক্তি এতটাই প্রবল !
যে,কি না দেখে না,ধনী, গরিব, সুন্দর, কুৎসিত,শক্তিশালী কিংবা র্দুবল।
সব কিছুতেই মিশে একাকার।
একাকার “এ,, শান্তি সুখ -ই -খুঁজে ফিরে প্রতিনিয়ত।
এটাই যে! পবিত্র ভালবাসা এর নামই প্রকৃত ভালবাসা।
আমি মুগ্ধ, আমি বিস্মিত, আমি আশ্চর্য্যম্মিত, তোমার এ মানব লীলায়।
হে মহান!শুকরিয়া!
তোমার এ বিরাট আশ্চর্য্য সৃষ্টিতে, মোহিত,সোভিত,ও কৃতজ্ঞ।
মম প্রার্থনা অবিরত, এ প্রাণ গুলি যেন চিরকালই প্রাণ এ মিশে রয়।
একান্তে, নিরবে, নিভৃতে
আত্মায়, আত্মাতে এমনই যেন স্রোত ধারা বয়ে যায় চিরন্তন।
এ সৃষ্টিতে নয়ন যুগল বিষ্ময়! অবাক দৃষ্টিতে।
হতম্ভ, চেয়ে, চেয়ে ক্ষীন দৃষ্টি।
বিধাতা!
তুমিতো ভীষণ খুশি তোমার সৃষ্টির সৃষ্টি লীলায়।
তাইতো এত সোভিত তোমার সৃষ্টি !!
অফুরান, অনন্ত,সীমাহীন।
মিনতি আমার।
তোমার সৃষ্টির, ভালবাসা, ভালবাসা যুগল, এমনই আর্কশনে মিশে রয় যেন আজীবন।