সঞ্জয় বিশ্বাস : আসন্ন খোকসা উপজেলার ২নং ওসমানপুর ইউনিয়ন পরিষদের ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট চাইলেন খোকসা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু। নৌকার পক্ষে জনসংযোগ শেষে আর্দশপাড়াতে এক পথসভাতে অংশ নেন তিনি। ১৮ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় উপজেলার ২নং ওসমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ (সরকার দলীয়) মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনিচুর রহমানের নৌকা প্রতিকের পক্ষে ওসমানপুর ইউনিয়নের আদর্শপাড়া এলাকায় ভোট চাইলেন খোকসা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু। তিনি এলাকার প্রবীণ-নবীণ, পুরুষ ও মহিলা ভোটারদের সাথে কথা বলেন। জনসংযোগ শেষে এক পথসভাতে মিজানুর রহমান বিটু বলেন, এটা বিজয়ের মাস, এ মাসে নৌকার বিজয় সুনিশ্চিত। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে একা দাড়িয়ে থাকা এক অদম্যশক্তি। জাতির জনকের স্বপ্ন পূরনে আমরা বদ্ধপরিকর। তাই এলাকার সকলের কাছে নৌকা প্রতিকে ভোট চাচ্ছি। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনিচুর রহমান আপনাদের এলাকার সন্তান। কারো ভাই, কারো চাচা, কারো ভাতিজা আবার কারো ছেলে। বিগত দিনে আপনাদের সুখে দুঃখে পাশে আনিচুর ভাইকে পেয়েছেন। আপনাদের ভোটেই সে গতবার চেয়ারম্যান মনোনিত হয়েছিলেন। তাই আমার থেকে আপনাদের কাছেই তিনি বেশি আপন। ওসমানপুর ইউনিয়নের উন্নয়নের ধারা চলমান রাখতে নৌকা প্রতিকে ভোট দিয়ে আনিচুর রহমান ভাইকে জয়যুক্ত করবেন আমার বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক সায়েম হোসেন সুজন, ২ নং ওসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনিচুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ সহ নির্বাচনী এলাকার সকল ভোটার।