শান্তির আজান
ওয়াজেদ বাঙালি
আজান শুনো আজান,নামাযে চলো বাজান
সারা দেশে এই গান; এ আমার দেশ,
মন্দিরে বাজিছে শাঁখ, অমঙ্গল ভেগে যাক
বাঙালি হবে না ভাগ; শান্তি শান্তি বেশ।
দুশমন পাতে জাল, তবু পত্ পত্ লাল
সবুজ পাতার ডাল;স্বপ্নে স্বপ্নে জাগে,
হাজার শপথ মিলে, চেতনা সাগর নীলে
দিনে সূর্য খাচ্ছে গিলে; কিছু অনুরাগে।
আমাদের কিছু দুখ,হৃদে আনে ধুঁক্ পুক্
কেউ কাশে খুক্ খুক্, তবুও সাহসি,
নানা ফুল ফোটে বনে, অত আর কেবা গোনে
কবি ভাবে মনে মনে; আর কত চষি।
পাখি ডাকে সারাদিন, প্রজাপতি আর ফড়িং
সাত ভাইরা কি করিং;শস্য ভরা দেশ,
রেখে যাবো এই ভূমি, দেখে রেখো ওগো তুমি
কোনো দিন কেউ দুমি;করে যায় পেশ।
কখনো যে নদী ভরা,আবার সে জলে মরা
বুক থেকে বালি সরা;’কাঁদো নদী কাঁদো’,
ফুল পাখি নদী বন, বায়ু আন শনশন
আজ খুব প্রয়োজন; সূর্য ও চাঁদও।