এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান
মনিরুজ্জামান মনির: যশোরের শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের লক্ষ্মণপুর দারুল হাদিস দাখিল মাদ্রাসায় এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ ২১/০৩/২৩ মঙ্গলবার সকাল ১০ টার দিকে লক্ষ্মণপুর দারুল হাদিস দাখিল মাদ্রাসার আয়োজনে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল ওহাব হোসেন । প্রধান শিক্ষক এস.এস.সি পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা এস.এস.সি পরীক্ষা দিবে পরীক্ষা শুরু হওয়ার আগে ভালো ভাবে প্রশ্ন দেখবে। যে প্রশ্নটা ভালো পারবে সেটা আগে খাতায় লিখবে। পরীক্ষায় প্রতিটি প্রশ্ন লিখবে। বিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে শিখিয়েছেন সেগুলো স্মরণে রাখতে হবে। ভালো রেজাল্ড করতে হবে। বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে হবে। আর অভিভাবকগন আপনাদের সন্তানদের ভালো গাইড দেবেন। পরীক্ষার হলে গিয়ে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করবেন না।
বক্তব্য রাখেন লক্ষ্মণপুর দারুল হাদিস দাখিল মাদ্রাসায় শিক্ষানুরাগি সদস্যরা।বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষায় ব্যাপক উন্নয়ন করছেন। প্রতিটি ছেলে-মেয়েকে শিক্ষিত করার জন্য কাজ করছেন।৮৫ যশোর ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এলাকার উন্নয়নসহ শিক্ষাক্ষেত্রে ব্যাপক কাজ করছে। তাই প্রধানমন্ত্রী ও এমপি মহাদয়ের জন্য সকলে দোয়া করবেন।
ম্যানেজিং কমিটির সাভাপতি বক্তব্য রাখেন,সহকারী শিক্ষক মো: হাবিবুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য মো: শাহিনুর রহমান সর্দার,উক্ত মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল কাদের,শিক্ষক প্রতিনিধি জনাব মো: রফিউদ্দিন,হামিদুজ্জামান,ইদ্রিস আলী,সাহেব আলী,মাওলানা শামছুর রহমান হেলালি,জনাব সুলতান সহ আরো অনেকে বক্তব্য রাখেন, শিক্ষার্থীদের অভিভাবক,বিদায়ী শিক্ষার্থীর মধ্য সুমাইয়া ইয়াসমিন টুম্পা সহ প্রমুখ।এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।