এনজিও ও গার্মেন্টস কর্মী
বাদল রায় স্বাধীন
ভোর বেলা বেড়িয়ে যায়,রাত্রি বেলা ফিরে,
সে লোকটা এনজিও বা,গার্মেন্টস চাকরি করে।
বাসায় ফেরার সময় হলে,বাচ্চা থাকে ঘুমে,
সকাল বেলা বেড়িয়ে যায়,সে সন্তানকে চুমে।
মাঝে মাঝে একটু দেখে,প্রশ্ন ছেলেটার,
এ লোকের পরিচয়টা,জানা দরকার।
বলো মাগো রাত্রি আসে,সকালে যায় চলে,
খুশি হবো সে লোকের,পরিচয়টা দিলে।
মা বলে এনজিও আর,গার্মেন্টস তার পেশা,
বউ সন্তানের সাথে তাই,হয়না মেলামেশা।
সুর্য উদয় অস্তও,দেখা হয়না তার,
সারাদিনের শ্রমটা তার,তোদের অহংকার।
আজকে তার পরিচয়টা,যাও খোকা জেনে,
তোমার বাবা আমার স্বামী,জগৎ জুড়ে চিনে।
তোমার আমার জন্য তার,ত্যাগের ফলাফল,
বুকে টেনে পারেনা নিতে,চোখে থাকে জল।
এমন চাকরি কাজের লোড,বেতন আবার কম,
তোদের হাসি মুখ দেখলে,মিটে ক্লান্তি শ্রম।