একুশ মানে রক্ত ক্ষরণ
রায়হান রশীদ
ফুল দিয়ে নয় শ্রদ্ধা,
অশ্রু দিয়ে করো বরন,
দুহাত তুলো খোদার কাছে,
স্বার্থক হবে শহীদের মরন।।
একুশ আমার মনের চাওয়া-
একুশ আমার প্রাণের পাওয়া,
বলছি শুনো ভাই-
একুশ মানে রক্ত ক্ষরণ,
১৬ কোটি বাঙালির প্রণয়ী স্পন্দন।।
অকাতরে জীবন দিয়েছে বিলিয়ে-
জীবনের হিসাব দিয়েছে মিলিয়ে,
মুখ লুকিয়ে কেঁদেছি-
বুঝতে পারিনি কিছু তখন,
হদিস মেলেনি শহীদ হয়েছে কতজন।।
হৃদয়ে লিখেছি শহীদের নাম –
বিনিময়ে নেইকো রক্তের দাম,
জান্নাত দাওগো খোদা,
স্বার্থক হউক তাদের মরন,
মন থেকে করো দোয়া ও স্মরণ।।
মাশাল্লাহ অনেক সুন্দর
১১-০২-২১ তাং এ আমার লেখা “একুশ মানে রক্ত ক্ষরণ ” কবিতা টি প্রকাশ করায় ‘বাংলাদেশে ভূমি’ এর সম্পাদক সহ সকলকে ধন্যবাদ
অসাধারণ কবিতা পড়লাম অনেক দিন পরে।