একুশ আমার অহংকার
তানজিলা রহমান
একুশ মানে মহাকালের বুকে মহিমোজ্জ্বল দিন,
একুশ মানে বাঙালি জাতির প্রতিবাদী সুরের বীণ।।
একুশ মানে বীর বাঙালির গৌরবময় ইতিকথা,
একুশ মানে বাঙালির জাতীয়তাবাদী চেতনা।।
একুশ মানে স্বাধীকারের
অমর কবিতাবলি,
একুশ মানে রক্তে রঞ্জিত রাজপথের গলি।।
একুশ মানে শহীদ ছেলের রক্তস্নাত দান,
একুশ মানে স্বাধীনতার সংগ্রামের প্রথম সোপান।।
একুশ মানে শাসকের অস্ত্র সঙ্গিন হাতের নগ্ন থাবা,
একুশ মানে স্বাধীনতার রক্তিম সূর্যের আভা।।