একুশ আমার
মাহফুজা শিউলী
একুশ আমার মায়ের ভাষা
শহীদ ভাইদের রক্তে রাঙ্গানো
প্রিয় বাংলা ভাষা মোদের বাংঙ্গালীর।
শহীদ সেনারা শহীদ হয়ে বুকের তাজা রক্ত দিয়ে ছিনিয়ে এনেছে এ বাংলাকে।
তাইতো মোরা হাঁসতে পারি স্বাধীন দেশে
চলতে পারি বুক ফুলিয়ে বাংলার বুকে,
বলতে পরি মায়ের ভাষায় কথার ঝুলি
নিঃশাস ফেলি প্রাণ ভরিয়ে বাংলারবুকে
তাইতো আজি বাংলা আমার ময়ের ভাষা।
বাংলায় হাঁসি বাংলায় কাঁদি বাংলায় বলি মনের যত কথার মালা।
কতো মায়ের বুকের পাজর খালি করে
বাংলার সেনারা শহীদ হয়েছে হাঁসিমুখে
তারই ছোঁয়াই আজ আমরা শ্রেষ্ঠ বাংঙ্গালী।
এই দিনের এই স্মৃতি স্বরূপ তোমারা আজও,
চির জাগ্রত আমদের মাঝে শহীদ যত
হে শহীদ বীর সেনার শ্রেষ্ঠ বাংঙ্গালী।
শ্রদ্ধা ভরে স্বরণ করি তোমাদের আজীবন,
সৌরভ গৌরব তোমরা মোদের তোমরাই গুনীজন,
কৃতজ্ঞ আমারাা তোমাদেরই তরে আজীবন।
ফুলের ঘ্রাণে পাখির গানে তোমরাই
অনুভবে,
দোয়া করি জান্নাতে এভাবেই যেন মহান রব এর মহিমায় মেতে রয়
তোমাদের শহীদি আত্মাদয় !
আমিন সুম্মা আমিন।