ফেব্রুয়ারির একুশ তারিখ
রক্তে রাঙানো দুপুর,
অশ্রু সজল মায়ের চোখ
কান্নার করুণ সুর।
রাষ্ট্রভাষা বাংলা মোদের
ভাষা শহিদের দান,
পৃথিবী অবাক বিস্ময়ে তাকায়
গাই সেই জয়গান।
এমন ইতিহাস নেই কোথাও
ভাষার জন্য জীবন দান,
শহিদ মিনারে দাঁড়িয়ে –
শ্রদ্ধায় করি সম্মান।
তোমাদের নাম ইতিহাসে লেখা
সে কথা কি ভুলিতে পারি ?
তাই বার-বার ফিরে আসে
শোক গাঁথা একুশে ফ্রেব্রুয়ারি।