একুশের চূড়ান্ত তালিকা
– মনিরুজ্জামান মনির
বলো,তাঁরা সংখ্যায় কতজন ছিলো
কতজনই বা ছিলো দালালরা?
সাত,পাঁচ,ছাব্বিশ,ন’য়,এগারো
চল্লিশ কিংবা কিছু আরও-
তাঁর সংখ্যায় ছিলো পিঁপড়ার মতো
বাঁকি লাশ কোথায় প্রশ্ন তুলেছে কেউ?
চোখে অনাগত স্বপ্ন বুনন
আট বছরের ওহিউল্লাহ’র
বেঁচে থাকলে যে হতে পারতো
আগামীর চেতনার ঐক্য।
রিক্সাচালক আওয়ালের সংসার
মা,বাবা,স্ত্রীর খোঁজ নেয়নি কেউ।
চেতনার পথধরে শুয়ে আছে নির্বাক
নেই যশোরের হামিদা রহমান
নেই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
নেই ভাষা সংগ্রামের চূড়ান্ত তালিকা।
একুশের চেতনায় জাতীয়তাবোধ
দূষণ মুক্ত বাংলা হোক।