একটা বিকেল চাই
কামরুন্নাহার বর্ষা
____________________
খুব করে যখন বেলাগুলো পার হয়ে যায়
তখন সেখানে অকারণ বশত একটা বিকেল চাই ,
তোমার কাছ থেকে হোক না সেটা তোমার অপ্রিয়
আমারও দূর্ভাগ্যক্রমে চাওয়াগুলোর শেষ হয় না !
রাগ অভিমান যাই করোনা কেন তবুও একটা বিকেল চাই
খুব করে চাই সেই বিকেলটা তোমার অব্যস্ততায় আসুক,
আমার প্রত্যাশার ফাঁক দিয়ে একটা বিকেল তার গন্তব্যে,
হোক সেই বিকেলের খুনসুটি শহর জুড়ে তোমার আমার
গল্প হোক, হোক কথার ঝুড়ি এই আলোক পাড়ায়।
তাই তোমার থেকে রোজ করে আমার একটা বিকেল চাওয়া
যে বিকেল দিয়ে একটা নীল কাব্য লেখা যায়
ভালোবাসা আঁকা যায় , কাছাকাছি আসা যায় আরো কত্তো কি
তোমার হাতে হাত ধরে নীল শাড়ি পড়ে ঘুরতে চাওয়া ,
ভালোবাসার একটা অংশ হিসেবে খুব করে চাওয়া সেই বিকেল ।
সেদিন ডুবন্ত সূর্যের দৃষ্টির সাথে তোমার দৃষ্টিও পড়ুক আমাতে
প্রকৃতির বুকে উন্মাদ হয়ে হারিয়ে যাওয়া প্রেম চিত্ত বিকেল
সেই বিকেলটা আমার চাই খুব করে তোমার কাছ থেকে।