বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ক্লাসে বিশ্বনবীকে (সা.) নিয়ে কটূক্তি, শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল ফিরে দেখা’র উনযুগপূর্তি উৎসব পালিত জমকালো আয়োজনে ৭৬ তম আর্ন্তজাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত বিশ্বের মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনের মুজাহিদদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহবান -অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খোকসায় মুফতি ফয়জুল করীমের যাত্রা বিরতি পাংশায় গলায় ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা এইচ.এস.সিতে আসিফের অনন্য সাফল্য এইচ.এস.সিতে আসিফের অনন্য সাফল্য পাংশা পৌর সভায় মন্দির সমূহে নিরাপত্তায় কাজ করেছেন যুবদল নেতা আশরাফুল ইসলাম ফরিদ পাংশায় র‌্যালী মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত অতন্ত্র প্রহরীর ন্যায় আপনাদের পাশে ছিলাম আছি থাকবো -হারুন অর-রশিদ হারুন পাংশায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু প্রধান উপদেষ্টার সাথে জামায়াতে ইসলামীর বৈঠক খোকসার ফুলবাড়ি গ্রামে সিরাজ সর্দার কর্তৃক রাসুল (সঃ) কে কটূক্তি স্বামীর পরোকিয়া জেনে ফেলাই  কাল হলো রুমা’র !
বিশেষ ঘোষনা
বাংলাদেশ ভূমি ডটকম এ আপনাকে স্বাগতম। আপনার মূল্যবান সাহিত্য-কর্ম প্রকাশের জন্য বাংলাদেশ ভূমি’তে পাঠিয়ে দিন। এছাড়াও আপনার চারপাশের যে কোন খবর লিখে পাঠাতে পারেন আমাদের কাছে। আমরা বস্তুনিষ্ঠতা যাচাই করে তা প্রকাশ করবো। যোগাযোগ: খন্দকার জাহাঙ্গীর হুসাইন, মোবাইল-  ০১৭৫০৪৯৫৮২০ , ই-মেইল: bangladeshbhumi@gmail.com, এছাড়াও ভিজিট করতে পারেন বাংলাদেশ ভূমি/ @Bangladeshbhumi / খন্দকার জাহাঙ্গীর হুসাইন ইউটিউব চ্যানেলগুলি। এখন থেকে নিয়মিত বন্ধ্যান্ত, যৌন, পাইলস, নাকের পলিপাসসহ যাবতীয় রোগের চিকিৎসা করছেন: খ্যাতিমান হোমিও চিকিৎসক ডা. মো. জাহাঙ্গীর হুসাইন (ডি.এইচ.এম.এস; এম.এ) । খন্দকার হোমিও হল, মুসলিমপাড়া, হেমায়েতপুর, সাভার, ঢাকা। রোগী দেখার সময়: বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত।

ঋজু রেজওয়ান এর ফর্মা ফর্মা বাতাসের ঘ্রাণ

ঋজু রেজওয়ান / ১২৩ জন পড়েছেন
আপডেটের সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ন

সুরমা থেকে কালনী

বিপন্ন বিকেল ছেঁড়া ঘুমন্ত নূপুর
বাউলিয়ানা জোছনা খুলেছে আঁচল
উজান হাওয়ার পথ কাঁটা-গুল্ম বন
বিছানা বিছায়ে রাখে মুখোশ-আড়াল।
অন্ধকার বিনির্মা‌ণে;
মধ্যরাতের ধার্মিক পোহায় আগুন।
তবু—
শীতলপাটির জোছনারা তেপান্তরপাড়;
হাওড় একাই হেঁটে পার হয়ে যায়—
মৃত্যুর খোঁয়াড়… ক্লান্তিহীন, বোবা ও বধির।
রোদ্দুর-নিশ্বাসে শুধু শেকড়ের টান!
সরলবক্রের জ্যামিতিতে সমস্ত পুরাণ অলংকারে
মানুষেরই আর্তনাদ।
সেখানে রক্তাক্ত—একমাত্র যন্ত্রণা, রূপক।
বিশ্বাসের প্রজ্বলনে—
জন্ম-জন্মান্তর মাটির মায়ার সন্নিহিত ভোরে
দুর্মর অক্ষর লেখে কবিতার স্বপ্ন, প্রাণের ঐশ্বর্য‌
সুরমা-নিষিক্ত জলে।
শুধু দাগ রেখে যাই—অনন্ত সাঁতারে, আর
দেহ থেকে খুলে রাখি লোবানের গন্ধ।
সমস্ত উজাড় করে তুলে রাখি—
কিছু নি‌ষিদ্ধ-শকুন
রাষ্ট্রের স্মারকে ছাপ্পড় মারবে বলে
আবার মানুষ বেশে আসি যদি ফিরে…
কোনো এক শীতকালে।

একার সন্ন্যাস

কলার পাতায় কয়লায় লেখা দু’চার চর্যা…
মু‌ছে ফে‌লি একা পোড়া রৌ‌দ্রের উষ্ণ-তা‌প।
সংঘ ছাড়াই প্রসারণ হয়! কল‌মের কা‌লি?
প্র‌তিষ্ঠা‌নের মহাজনী সুদ বা‌ড়ে ক‌বিতায়
দলবদ্ধ, ও… কানার মি‌ছিলে ছো‌টে প্রতা‌প।
যে অক্ষমতা—বিশ্ব শো‌কেই ক‌রে ফা‌লিফা‌লি!
উত্তরীয়র লোভাতুর-বিষ ম্যাপলপাতায়…
লি‌খে রা‌খে ধ্ব‌নি, স্বর-যন্ত্রণা, অবাক পৃ‌থিবী।
তামা‌টে বালুর তল্লা‌টে খুঁ‌জি জলজ-জীবন।
প‌রিচয়হীন আত্মমগ্ন একা-সন্ন্যা‌সে—
প‌রিণত শ্লোক, প্র‌তি‌টি সু‌ক্ত বাঁ‌ধি বে‌হি‌সেবি।
যে শোক একার…; ফর্মা ফর্মা বাতাসের ঘ্রাণ, হয় কি ওজন তার?

দুপুরের নূপুর

এক অচেনা দুপুর। ব্যর্থ কোলাজেই…
সাঁকো দিয়ে হেঁটে আস
কাল্পনিক রচনায়।
ভাঙা সরোদ সঙ্গমে—প্রিয় নলতায়
সরিষা ফুলের হাওয়াকলে
বেজে গেছ—একাকী তানপুরা।
বকুল ফুলের চোখ, বিষণ্ণতায় পুড়েছে যত
ততক্ষণে মন্দিরায়… পুড়েছে ধ্যানীর আশ্রম।
জানি,
অপেক্ষার সেই ভার—বাঁধের ওপাড়ও
ভেঙে পড়ে…
সম্পাদ্যের বহুরৈখিক কলস।
বহুলজোনাক সেই রাত। উপপাদ্যের প্রমাণ
সহ্য করার নিমিত্তে…
কবরের দিশে ছোটে পাতাবাহারের নৈঃশব্দ্য।
মূক ও বধির—থিক কুয়াং ডুকের স্থির, অবিচল
সমবেত প্রার্থনায়; বিসমিল্লাহ খাঁ… সানাই বাজা‌চ্ছে।
রুহু শুষে নিয়ে… তু‌মিও কি বাজাচ্ছ নূপুর?

অর্থহীন অর্থ

মেটা‌লিক পোড় খাওয়া উষ্ণ আর্দ্রতার গুপ্ত বিষ
শামু‌ক হা-মু‌খ খো‌লে নিয়‌নের আ‌লো খুব ক্ষীণ,
ফোঁটাফোঁটা দুঃখ-ব্যথা বিনয় সম‌য়ে অর্বাচীন
‌দি‌শাহারা মাঠজু‌ড়ে পাতার উদ‌রে জা‌গে শিষ।
কোথাও পায় না খুঁজে সোনালি মায়ার রামধনু
র‌ঙেঢ‌ঙে কাঁচা-পাকা ঘোরলাগা আহ্লাদি সংসার,
‌ ফেলে আসি বহুদূর; ঝিলম নদী‌তে পোড়ে, আর
ভেসে আ‌সে তানপুরা। নহলা জ্বালায় ক্ষুদ্র তনু।
‌বিস্বা‌দের পাড় জা‌নে, ব্রা‌কেট-‌কোলন-ড্যাশ শে‌ষে
ত‌টের বিবাগী হা‌সে। সুদূ‌রের ভে‌সে আসা ফেনা
কাঁচু‌লির পাশে জ‌মে হিসা‌বের পাতাজু‌ড়ে দেনা
‌রেখে গে‌ছে পলাতক কাককা‌লো মে‌ঘেদের দে‌শে।
‌ক্ষুদ্র আলোর কণাও ঝঞ্ঝার প্রহা‌রেও জ্ব‌লে স্বা‌তি
‌বিন্দু… এক পথরেখা—সিন্ধু‌তে জ্বলে হৃদ‌য়ে বাতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর