ঈদের দিনে!
শামীমা সুলতানা।
ঈদের দিনে রিমিমনি সাজে আপন মনে
আরো সাজায় পুতুল গুলো বসে ঘরের কোণে।
আবার বলে দুষ্ট তুমি! একটু মিষ্টি খাও!
খেয়েদেয়ে চাচ্চুর সাথে ঈদগাহেতে যাও।
রিমিমনি বড়ো কন্যা আদুরী সে ভারী!
বাবা,কাকা, চাচ্চু, কাকির ভীষণ সোহাগী,
মতের অমিল হলে পরে কঠিন সে রাগী!
কাকীর ছিলো রিমিমনি বড়োই আদুরী।
ঈদের দিনে কাকির কাছে বায়না ছিলো ভুরিভুরি
মেহেদী, টিপ, চোখে কাজল পড়াতে হবে হাতে চুড়ি!
এসব ছিলো সবার কাছে বড্ড বেশি বাড়াবাড়ি
কাকির কাছে রিমিমনি ছিলো তার রাজকন্যা পরী।